বাংলাদেশের আগাছা পরিচিতি -
অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত উদ্ভিদকেই আগাছা বলে।
যে সকল উদ্ভিদ ফসলের জমিতে, খালে, বিলে,খেলার মাঠে, জলে-স্থলে, রাস্তার ধারে, কোন ধরনের পরিচর্যা ছাড়া নিজ থেকেই অঙ্কুরিত হয় এবং বেড়ে ওঠে সে সকল উদ্ভিদ কে আগাছা বলে।
যদিও অনেক আগাছার ঔষধি গুন আছে, গবেষণামূলক কাজে অবদান রাখে, এমনকি শোভা বর্ধনের কাজেও ব্যবহার হয়ে থাকে তবুও যেহেতু আগাছা কৃষক পর্যায়ে বা সাধারণ মানুষের জন্য সরাসরি তেমন কোনো উপকারে আসে না বরং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই এ সকল উদ্ভিদ কে অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্চিত হিসেবে বিবেচনা করা হয়।
বাংলাদেশের ফসলের জমিতে, পতিত জমিতে, রাস্তার ধারে সচারচার যেসকল আগাছা দেখতে পাওয়া যায় সেগুলোর ছবিসহ নাম বাংলাদেশের আগাছা পরিচিতি ১ম পর্বে ১ থেকে ১০ পর্যন্ত দেওয়াা হলো :-
নমুনা- ১
বাংলা নামঃ চাপড়া ঘাস Chapra Ghas
ইংরেজি নামঃ Goose grass
বৈজ্ঞানিক নামঃ Eleusine indica
চাপড়া ঘাস | Chapra Ghas | Goose grass | Eleusine indica |
নমুনা- ২
লোকাল নামঃ গাধা পুঁই Gadha Pui
ইংরেজি নামঃ Horse purslane
বৈজ্ঞানিক নামঃ Trianthema portulacastrum L.
গাধা পুঁই | Gadha Pui | Horse purslane | Trianthema portulacastrum L. |
নমুনা- ৩
বাংলা নামঃ তেলাকুচা Telakucha
ইংরেজি নামঃ Small Gourd
বৈজ্ঞানিক নামঃ Cephalandra indica
তেলাকুচা | Telakucha | Small Gourd | Cephalandra indica |
নমুনা- ৪
বাংলা নামঃ শাকনটে Shak Note
ইংরেজি নামঃ Pig weed
বৈজ্ঞানিক নামঃ Amaranthus viridis
শাকনটে | Shak Note | Pig weed | Amaranthus viridis |
নমুনা- ৫
বাংলা নামঃ কানাই বাঁশি Kanai Bashi
ইংরেজি নামঃ Tropical spiderwort
বৈজ্ঞানিক নামঃ Commelina benghalensis L
বাংলা নামঃ কানাই বাঁশি Kanai Bashi
ইংরেজি নামঃ Tropical spiderwort
বৈজ্ঞানিক নামঃ Commelina benghalensis L
কানাই বাঁশি | Kanai Bashi | Tropical spiderwort | Commelina benghalensis L |
নমুনা- ৬
বাংলা নামঃ দূর্বা ঘাস Durba Ghas
ইংরেজি নামঃ Bermuda grass
বৈজ্ঞানিক নামঃ Cynodon dactylon
বাংলা নামঃ দূর্বা ঘাস Durba Ghas
ইংরেজি নামঃ Bermuda grass
বৈজ্ঞানিক নামঃ Cynodon dactylon
দূর্বা ঘাস | Durba Ghas | Bermuda grass | Cynodon dactylon |
বাংলা নামঃ বড় দুধিয়া Boro dudhia
ইংরেজি নামঃ Garden spurge
বৈজ্ঞানিক নামঃ Euphorbia hirta
বড় দুধিয়া | Boro dudhia | Garden spurge | Euphorbia hirta নমুনা- ৮ বাংলা নামঃ কাঁটা নটে Kanta note ইংরেজি নামঃ Spiny pig weed বৈজ্ঞানিক নামঃ Amaranthus spinous |
কাঁটা নটে | Kanta note | Spiny pig weed | Amaranthus spinous |
বাংলা নামঃ কাকপায়া Kakpaya
ইংরেজি নামঃ Crow foot weed
বৈজ্ঞানিক নামঃ Dactyloctenium aegyptium
No comments:
Post a Comment
Please do not put any spam link in your comments. Thank you for your valuable comment | অনুগ্রহ করে আপনার মন্তব্যে কোন ধরনের স্প্যাম লিংক দিবেন না। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।