22 January 2021

বাংলাদেশের আগাছা পরিচিতি - ২য় পর্ব

 বাংলাদেশের আগাছা পরিচিতি - ২য়  পর্ব (১১-২০)

পোষ্টের উদ্দেশ্য-

মূলত যারা আগাছা নিয়ে জানতে চাই, যারা আগাছা চিনতে চাই এবং যারা এসম্পর্কিত লেখাপড়া করছেন তাদের সহজলভ্য তথ্য দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন।

আগাছা কাকে বলে?

অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত উদ্ভিদকেই আগাছা বলে।
যে সকল উদ্ভিদ ফসলের জমিতে, খালে, বিলে,খেলার মাঠে, জলে-স্থলে, রাস্তার ধারে, কোন ধরনের পরিচর্যা ছাড়া নিজ থেকেই অঙ্কুরিত হয় এবং বেড়ে ওঠে সে সকল উদ্ভিদ কে আগাছা বলে।


যদিও অনেক আগাছার ঔষধি গুন আছে, গবেষণামূলক কাজে অবদান রাখে, এমনকি শোভা বর্ধনের কাজেও ব্যবহার হয়ে থাকে তবুও যেহেতু আগাছা কৃষক পর্যায়ে বা সাধারণ মানুষের জন্য সরাসরি তেমন কোনো উপকারে আসে না বরং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই এ সকল উদ্ভিদ কে অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্চিত হিসেবে বিবেচনা করা হয়।

গত পর্বে ১ থেকে ১০ পর্যন্ত আগাছার পরিচয় প্রদান করা হয়েছে । গত পর্বে পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন - বাংলাদেশের আগাছা পরিচিতি ১ম পর্ব (১-১০)

বাংলাদেশের আগাছা পরিচিতি - ২য় পর্বে ১১ থেকে ২০ পর্যন্ত আগাছার পরিচিতি এবং ছবি প্রদান করা হলো -

নমুনা- ১১

লোকাল নামঃ কাঠ ঘাস
ইংরেজি নামঃ Busket grass/Woody grass
বৈজ্ঞানিক নামঃ Oplisma burmaniali
বাংলাদেশের_আগাছা_পরিচিতি-২য়_পর্ব-কাঠ_ঘাস-Busket_grass
কাঠ ঘাস | Busket grass | Woody grass | Oplisma burmaniali

নমুনা- ১২

বাংলা নামঃ
ইংরেজি নামঃ Synedrella/Cinderella weed
বৈজ্ঞানিক নামঃ Synedrella nodiflora/ Verbesina nodiflora 

বাংলাদেশের_আগাছা_পরিচিতি-২য়_পর্ব-synedrella-Cinderella_weed
Synedrella/Cinderella weed | Synedrella nodiflora/ Verbesina nodiflora

নমুনা- ১৩

বাংলা নামঃ ভুঁই আমলা
ইংরেজি নামঃ Stonebreaker
বৈজ্ঞানিক নামঃ Phyllanthus niruri

বাংলাদেশের_আগাছা_পরিচিতি-২য়_পর্ব-Stonebreaker-ভুঁই_আমলা
ভুঁই আমলা | Stonebreaker | Phyllanthus niruri

নমুনা- ১৪

বাংলা নামঃ শ্বেতদ্রোণ। এর বিভিন্ন স্থানীয় নাম রয়েছে যেমন- দলকলস, ধুবরি, দোর কলস, কান শিশা, কাউন শিশা ও ধুরপ শাক ইত্যাদি।
ইংরেজি নামঃ Thumbai or Thumba
বৈজ্ঞানিক নামঃ Leucas aspera

বাংলাদেশের_আগাছা_পরিচিতি-২য়_পর্ব-শ্বেতদ্রোণ-Leucas_aspera
 শ্বেতদ্রোণ | Thumbai | Leucas aspera 

নমুনা- ১৫

বাংলা নামঃ নাকফুলি | Nakfuli
ইংরেজি নামঃ
বৈজ্ঞানিক নামঃ Cyperus triceps

বাংলাদেশের_আগাছা_পরিচিতি-২য়_পর্ব- নাকফুলি-Cyperus_triceps
নাকফুলি | Nakfuli | Cyperus triceps

নমুনা- ১৬

বাংলা নামঃ মুথা। Mutha
ইংরেজি নামঃ Purple nutsedge
বৈজ্ঞানিক নামঃ Cyperus rotundus

বাংলাদেশের_আগাছা_পরিচিতি-২য়_পর্ব-মুথা-Nutesedge
মুথা | Purple nutsedge | Cyperus rotundus

নমুনা- ১৭

বাংলা নামঃ হাজারমনি | Hazarmani
ইংরেজি নামঃ Chamber bitter
বৈজ্ঞানিক নামঃ Phyllanthus urinaria

বাংলাদেশের_আগাছা_পরিচিতি-২য়_পর্ব-হাজারমনি-Phyllanthus_urinaria
 হাজারমনি | Hazarmani | Chamber bitter | Phyllanthus urinaria

নমুনা- ১৮

বাংলা নামঃ প্রেমকাঁটা/ চোরাকাঁটা | Prem kanta/ Chora kanta
ইংরেজি নামঃ Love thron/ pilipiliula
বৈজ্ঞানিক নামঃ Chrisipogon aciculatus

বাংলাদেশের_আগাছা_পরিচিতি-২য়_পর্ব-প্রেমকাঁটা-চোরাকাঁটা-pilipiliula-Chrysopogon_aciculatus
প্রেমকাঁটা | চোরাকাঁটা | Love thron | Pilipiliula | Chrisipogon aciculatus

নমুনা- ১৯

লোকাল নামঃ উষনি শাক | Ushni shak
ইংরেজি নামঃ Toothache plant, Paracress, Sichuan buttons, Buzz buttons, Tingflowers and Electric daisy
বৈজ্ঞানিক নামঃ Acmella oleracea

বাংলাদেশের_আগাছা_পরিচিতি-২য়_পর্ব- উষনি_শাক-Acmella_oleracea
উষনি শাক | Toothache plant | Acmella oleracea

নমুনা- ২০

বাংলা নামঃ আঙ্গুলি ঘাস | Anguli Ghass
ইংরেজি নামঃ Scrab grass
বৈজ্ঞানিক নামঃ Digitaria sanguinalis

বাংলাদেশের_আগাছা_পরিচিতি-২য়_পর্ব-আঙ্গুলি_ঘাস-Scrab_grass
আঙ্গুলি ঘাস | Anguli Ghass | Scrab grass | Digitaria sanguinalis


 বাংলাদেশের আগাছা পরিচিতি ধারাবাহিক পর্বের এটি দ্বিতীয় পর্ব।  প্রথম পর্বে দশটি আগাছার পরিচিতি দেওয়া হয়েছে। পরবর্তী পর্বটি  শীঘ্রই পোস্ট করা হবে।

To be Continued........                                                চলবে.................

No comments:

Post a Comment

Please do not put any spam link in your comments. Thank you for your valuable comment | অনুগ্রহ করে আপনার মন্তব্যে কোন ধরনের স্প্যাম লিংক দিবেন না। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।