বাংলা ক্যালেন্ডারে বিশেষ পরিবর্তনের কারনে এখন থেকে প্রতিবছরের ১৪ ই ফেব্রুয়ারীতে পালিত হবে পহেলা ফাল্গুন। তবে পহেলা বৈশাখ অপরিবর্তিত আছে। অর্থাৎ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ।
পরিবর্তিত বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম ৬ মাস অর্থাৎ বৈশাখ থেকে আস্বীন ৩১ দিন আর শেষের ৬ মাস অর্থাৎ কার্তিক থেকে মাঘ মাস ৩০ দিনের। শুধুমাত্র লিপিয়ার/গ্রেগরীয় বছরের ক্ষেত্রে ফাল্গুন মাস হবে ২৯ দিনের।
বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগ থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, ১৯৭১ সালের ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের মতো ঐতিহাসিক দিবসগুলোর সঙ্গে সঙ্গতি রেখে বাংলা ক্যালেন্ডারে পরিবর্তন আনা হয়েছে।