14 February 2020

আজ থেকে পহেলা ফাল্গুন ১৪ ই ফেব্রুয়ারী


বাংলা ক্যালেন্ডারে বিশেষ পরিবর্তনের কারনে এখন থেকে প্রতিবছরের ১৪ ই ফেব্রুয়ারীতে পালিত হবে পহেলা ফাল্গুন। তবে পহেলা বৈশাখ অপরিবর্তিত আছে। অর্থাৎ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ।

পরিবর্তিত বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম ৬ মাস অর্থাৎ বৈশাখ থেকে আস্বীন ৩১ দিন আর শেষের ৬ মাস অর্থাৎ কার্তিক থেকে মাঘ মাস ৩০ দিনের। শুধুমাত্র লিপিয়ার/গ্রেগরীয় বছরের ক্ষেত্রে ফাল্গুন মাস হবে ২৯ দিনের।


বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগ থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, ১৯৭১ সালের ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের মতো ঐতিহাসিক দিবসগুলোর সঙ্গে সঙ্গতি রেখে বাংলা ক্যালেন্ডারে পরিবর্তন আনা হয়েছে।

13 February 2020

আজ "কৃষিবিদ দিবস"।

আজ কৃষিবিদ দিবস।

১৯৭৩ সালের ১৩ ই ফেব্রুয়ারী বঙ্গবন্ধু কৃষিবিদদের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন। সেই সুবাদে ২০১০ সাল থেকে এই দিনটিকে স্বরণীয় করে রাখতে "কৃষিবিদ দিবস" হিসেবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতি বছর ১৩ ই ফেব্রুয়ারী কৃষিবিদরা এই দিনটিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে থাকেন।

প্রতিবছরের ন্যায় এ বছরেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পালিতো হচ্ছে  "কৃষিবিদ দিবস"।